শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিশু ধর্ষন চেষ্টার আসামি সাকিব মিয়া (২৫) গ্রেপ্তার করে থানা পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রের মো. ফারুক মিয়ার ছেলে।
জানা যায়, গত বুধবার দুপুরে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্বাবধানে এবং থানা ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে থানার এসআই হীরক চক্র বর্তী, এসআই আবুল কাশেম সহ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিওিতে উপজেলার ব্রামনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রে অভিযান চালান। এসময় শিশু ধর্ষন চেষ্টা মামলার একমাত্র এজাহার নামীয় ভুক্ত আসামি মো. সাকিব মিয়া কে গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামি বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ধারায় থানায় মামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে যথা সময়ে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
"