কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
আগাম জাতের আলুবীজ রোপণে ঝুঁকছেন কৃষক
দিনাজপুরের কাহারোল
দিনাজপুরের কাহারোল উপজেলায় আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকে পড়ছে কৃষকরা। উপজেলার ছয়টি ইউনিয়নে আগাম জাতের আলুর বীজ রোপন ও কৃষকরা তাদের জমি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছেন এ অঞ্চলের আলুচাষিরা। আগাম জাতের আলু চাষাবাদে ভালো লাভের আশা করেছেন বলে জানান অনেক চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, আগাম জাতের আলুর বীজ রোপনে কৃষকরা সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকেরা দিনমুজুর নিয়ে জমিতে আলুর বীজ রোপন করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে আগাম জাতের আলু চাষের লক্ষ্যেমাত্রা নির্ধারন করা হয়েছে ৫৫০ হেক্টর জমি। এ লক্ষ্য মাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ।
আগাম জাতের আলুর বীজ রোপন করতে দেখা গেছে, অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাজী কাঠনা গ্রামের কৃষক আহসান আলী ও শাহাজাহান আলী তাদের জমিতে দিনমুজুর নিয়ে আলুর বীজ রোপন করছেন। একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, ৫০ শতক জমিতে আগাম জাতের আলুর বীজ রোপন করছেন। গত বছরের তুলনায় এ বছর আলু বীজের মূল্য অনেক বেশি। বর্তমানে বিভিন্ন আড়ঁতে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে। আগাম জাতের আলু চাষাবাদ করে চাষিরা ভালো লাভের মুখ দেখবেন বলে আশা করেছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী শেহান বীশ জানান, আগাম জাতের আলু রোপন করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তবে বর্তমানে আলু রোপন বা চাষের ক্ষেত্রে আবহাওয়া অনুকুলে রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আলু চাষিদের সকল প্রকার সহযোগিতা অব্যহত রয়েছে এবং ভবিষতেও থাকবে।
"