গাজীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর, ২০২৪
হৃদয় হত্যাকাণ্ডে থানা আ.লীগ সভাপতি সহসভাপতি গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যাকান্ডে অভিযুক্ত গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার (৪৯) ও সহসভাপতি মো. আনিছুর রহমান মাস্টারকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে দমানোর জন্য দেশব্যাপি অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ পরোচনায় ছাত্র জনতার ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি করার ভিডিও দৃশ্য এবং এজাহারের কপি পর্যালোচনার করে আসামি সনাক্ত করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন