ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ধোবাউড়ায় নেতাই নদীতে বালু তোলা বন্ধে মানববন্ধন
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে মানবন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় এই মানববন্ধন করেন নদীপাড়ের বাসিন্দারা।
মানবন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আব্দুস শহীদসহ অন্যরা। তাদের দাবি, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বন্যায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি ভেসে গেছে। স্থানীয় কিছু বালু ব্যাবসায়ীর কারণে নেতাই পাড়ের মানুষ সব সময় হুমকির মুখে থাকে। অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে ভেঙে গেছে। তারা বালু বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বালু তোলার অভিযোগ সম্পর্কে আব্দুর রশিদ মেম্বার বলেন, ‘আমি সরকারি ইজারা দিয়ে বালু উত্তোলণ করছি, স্থানীয় কিছু লোকজন নিয়মবর্হিভূতভাবে বিশেষ সুবিধা চেয়েছিলেন, না দেওয়ার কারণে এই মানববন্ধন আয়োজন করেছে।’
"