সংক্ষিপ্ত সংবাদ
বিশ্ব মান দিবস
খুলনা ব্যুরো
বিশ্ব মান দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিএসটিআইয়ের খুলনার সম্মেলনকক্ষে আলোচনাসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। বিশ্ব মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সবাই ভোক্তা, তাই পণ্যের গুণগতমান ও ওজন ঠিক রাখা সবার দায়িত্ব। সেবার মান আরো উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।
আলোচনা সভা
নন্দীগ্রাম প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বগুড়ার নন্দীগ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস এবং অগ্নিকাণ্ডবিষয়ক আলোচনা সভা হয়েছে। গত রবিবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন শরিফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময়
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ৬ ইউনিয়নের বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। গত রবিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ প্রমুখ।
দাবা চ্যাম্পিয়নশিপ
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের কক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৩২ জন দাবা খেলোয়াড় অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাহীন রেজা। সংগঠনটির সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর থানার এসআই এনামুল হক মিঠু, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ।
ডিজির মতবিনিময়
গুরুদাসপুর প্রতিনিধি
চলনবিলাঞ্চলে কর্মরত এনজিও প্রতিনিধিদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় সভা হয়েছে। এতে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ অঞ্চলের শতাধিক এনজিও প্রধান ও তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেন। গতকাল সোমবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদক, নারী উন্নয়ন, পরিবেশ বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা আঞ্চলিক, জাতীয় ও আর্ন্তজাতিক মানের এনজিও প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের আরিফ ও রুবেলের মা শেফালী বেগমের করা বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা প্রত্যাহার ও মদদ দাতাদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ডাকবাংলোয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে বিক্ষোভ হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা শাখা বিএনপি দলের আহ্বায়ক এম মজিদুল হক। পরে ইউএনও ও নাচোল থানার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ডিসি এবং এসপি বরাবর স্মারকলিপি জমা দেন নেতাকর্মীরা।
"