আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে স্বেচ্ছাশ্রমে সেতু
বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের লোহার সেতু ধসে মাইক্রোসহ খালে পরে ৯ জনের মৃত্যুর স্থলে ইউনিয়নবাসীর চলাচলাচলের সুবিধার জন্য স্বেচ্ছাশ্রমে একটি কাঠের সেতু নির্মাণের উদ্বোধনী সভা গতকাল সোমবার সকাল ১১টায় হলদিয়া বাজারে অনুষ্ঠিত হয়।
গত ২২ জুন বিয়ের কনেযাত্রীসহ হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের সেতু ধসে মাইক্রোসহ খালে পরে ৯ যাত্রী নিহত হয়। উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ২০০ মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সমাজসেবক মো. নান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমতলী ইউএনও আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সেতু নির্মাণের উদ্যোক্ত মকবুল আহম্মেদ খান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, পৌরবিএনপির যুগ্ম আহবায়ক মিল্টন বিশ্বাস, হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন মোল্লা, সোহরাব হোসেন মন্টু চৌকিদার, সোহরাব হোসেন মাস্টার, বাহাদুর মোল্লা, ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, অহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।
"