বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পর্শে নিহত ২
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পর্শে পৃথক স্থানে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২ জন। গত শনিবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং রাতে সাচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সোহাগ (২৬) ও মো. জামাল সিকদার (৪০)।
জানা গেছে, গত শনিবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি নির্মানাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎ চালিত ভাইব্রেট মেশিনের সংযোগ দিতে গেলে নির্মাণ শ্রমিক সোহাগ নিহত হন। সে বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহে আলম হাওলাদারের ছেলে। একই দিন রাত ৮টার দিকে সাচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিলের মধ্যে মাছ ধরতে গেলে বিদ্যুৎ শর্ট দিয়ে ধান খেতে ইঁদুর মারতে স্থানীয় এক ব্যক্তির পাতা ফাঁদের সঙ্গে জড়িয়ে জামাল নামে এক দধি ব্যবসায়ি নিহত হয়েছেন। নিহত জামাল ওই এলাকার বাসিন্দা শাফিজল সিকদারের ছেলে। এসময় তাকে উদ্ধার করতে এসে আরো ২ জন আহত হয়েছে। তারা হলেন, একই এলাকার জুয়েল (২৩) ও নুর উদ্দিন (২২)।
বোরহানউদ্দিন থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশই পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
"