কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২৪

কমলগঞ্জে বিয়ের আগের দিন বাড়িতে ডাকাতি

মৌলভীবাজারের কমলগঞ্জে সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোরের দিকে মিছির মিয়ার ঘরের দরজা ভেঙে মুখোশধারী একদল ডাকাত ভেতরে ঢোকে। এ সময় ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ২৯ হাজার টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগী মিছির মিয়া। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিছির মিয়ার স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘সোমবার (আজ) আমার ছোট মেয়ের বিয়ে। কেচি গেটের তালা ভেঙে ঘরে ঢোকে ৬ ডাকাত সদস্য। প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ২৯ হাজার টাকাসহ বিবাহ সরঞ্জাম নিয়ে যায়। কি করব বুঝতে পারছি না।’

ভুক্তভোগী মিছির মিয়ার মেয়ে তানিয়া আক্তার বলেন, ‘আমার ৩ বোন ও মায়ের কান ও নাক থেকে গলার চেইন ও নাকের ফুল নিয়ে গেছে ডাকাতরা।’

প্রতিবেশী শহীদ ও আমীন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ (গতকাল) তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। সবার সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ ডাকাতদের আটক এবং মালামাল উদ্ধার করা হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close