পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
১০ অক্টোবর, ২০২৪
পেকুয়ায় প্রবাসীর বাড়িতে চুরি
কক্সবাজারের পেকুয়ায় এক প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। এ সময় চোরেরা দেড় ভরি ওজনের একটি স্বর্ণের হার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে কোনো এক সময়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা গ্রামের ইতালী প্রবাসী আজগর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর মা বৃদ্ধ ছমুদা খাতুন জানান, ওই সময়ে কয়েকজন চোর বাড়ির পিছনের টিন কেটে ঢুকে পড়ে। তারা আলমিরা ভেঙে এ দুর্ধর্ষ চুরি করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন