মো. রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর)
নালা বন্ধ করে রাস্তা নির্মাণ জলাবদ্ধতায় দুর্ভোগ
গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের নালায় (ড্রেনে) পাইপ দিয়ে ওপরে মাটি ফেলে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরা বাঁশপত্তি এলাকায় শত বছরের পয়ঃনিষ্কাশন ড্রেন বন্ধ করে ফ্ল্যাট ব্যবসা করার উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেনের ওপর রাস্তা নির্মাণ করছেন জামায়াত নেতারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা এলাকার পয়ঃনিষ্কাশনের পানি আরসিসি ড্রেনের মাধ্যমে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভিতর দিয়ে বিশাল বড় ড্রেনের মাধ্যমে তুরাগ নদীতে ময়লা পানি ফেলে দেওয়া হতো। তবে, কিছু ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে ড্রেনে পাইপ বসিয়ে ড্রেন বন্ধ করে রাতের আঁধারে রাস্তা নির্মাণ করেছেন। এতে ময়লা পানি যাওয়ায় বিঘ্ন ঘটছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া রাস্তা ও প্রতিটি অলিগলির রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চরম স্বাস্থ্যঝুঁকি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, শত বছরের পুরোনো ড্রেন কিছু জামায়াত নেতা ফারুক হোসেনসহ আরও অনেকে ফ্ল্যাট ব্যবসায়ী ড্রেন বন্ধ করে রাস্তা নির্মাণ করছেন। এতে টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁ-পাড়া, সাতাইশ, গাজীপুরা, তিলেরগাতি, মুক্তারবাড়ি, কলেজ গেটসহ বিভিন্ন জায়গায় হাঁটুসমান পানি জমে আছে। ড্রেন বন্ধ করায় পানি যেতে পারছে না।
আউচপাড়া ও খা পাড়া এলাকার বাড়ির মালিকদের সাথে কথা বলে জানা যায়, আগে বৃষ্টি পানি রাস্তায় জমলে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যেত, কিন্তু এখন যাচ্ছে না। তাতে আমাদের বাড়ির অনেক ক্ষতি হ”্ছ।ে পানি না নামার কারণ গাজীপুরা এলাকায় বাঁশ পত্তির এখানে যে ড্রেণটি আছে সেটি ওখানকার নির্মাণাধীন বাড়ির মালিকরা ড্রেণের উপর রাস্তা করছে সেজন্য এ সমস্যা হচ্ছে মনে হয়।
খা পাড়া রোডে অটো চালক রহিম মিয়া বলেন, এই রোডে ১৫ বছর ধরে অটো চালাচ্ছি। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে আবার কিছক্ষণের মধ্যে পানি চলে যেতো। কিন্তু গত কয়েকদিন ধরে পানি একেবারেই নামছে না। কিছু কিছু যায়গায় হাঁটু পানি রয়েছে। তাকে আমাদের আটোরিকসার মটরে পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী পৌকোশলী মো. আশরাফ আহম্মেদ জানান, ঘটনাটি আমরা শোনামাত্রই ওখানকার প্রতিনিধি ফারুক হোসেন ও মইনুল হোসেন গংদের ড্রেনের ওপর রাস্তা না করার জন্য নোটিশ করা হয়েছে।
খা পাড়া এলাকায় বিএনপি নেতা হাতেম খান মাস্টার জানান, এই শত বছরের পুরোনো ড্রেন দিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার সব শাখা ড্রেনের পানি এই বড় ড্রেন দিয়ে তুরাগ নদীতে নামানো হয়। এটি বন্ধ হয়ে গেলে আগামী বর্ষায় স্থানীয়দের বসতঘর ও আঙিনায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে করে জনদুর্ভোগ বাড়বে। মুষ্টিমেয় কয়েকজন ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থে এ ড্রেন বন্ধ করার পাঁয়তারা করছেন। যারা ওখানে ড্রেন বন্ধ করে বাড়ি নির্মাণ করছে তাদের মধ্যে প্রায় সবাই জামাত নেতা।
গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও ফ্ল্যাট ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, আমাদের মালিকানার জায়গা দিয়ে ৪টি ওয়ার্ডের ময়লা পানি প্রবাহিত হয়। ড্রেন করার সময় আমাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক সাহেব যখন দায়িত্বে ছিলেন তখন তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনের (অঞ্চল-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, আমরা তাদের চিঠি দিয়েছি কিন্তু তারা জবাব দেয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
"