আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০২৪

আক্কেলপুরে ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশ ও জেলা পুলিশের গয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছে সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি. এম. রাহেল ইমাম (৬৫)। গত রবিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ৭৫ জন ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে একটি রাজনৈতিক মামলা করেন, সেই মামালায় ইউপি চেয়ারম্যান ডি. এম. রাহেল ইমামকে ৫৩ নাম্বার আসামী করা হয়। মামলাটি গত ৮ সেপ্টেম্বর আক্কেলপুর থানায় রেকর্ড করা হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ডি. এম. রাহেল ইমাম জাফরপুর রেলস্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close