আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২৪

আনোয়ারায় সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার সকাল থেকে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা আখতারুজ্জামান সড়ক এলাকায় অবস্থান নিয়ে এই মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, নুরুল আলম, পারভেজ আহমদ, মো. জিয়া উদ্দিন, আবদুল কাইয়ূম প্রমুখ। এছাড়া মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটি এক কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং মেরামতের কাজ দেড় বছর আগে শুরু করলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখনও অর্ধেক কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় ৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের জন্য সাপমারা খালের বেড়িবাঁধ কাম সড়কটি। নির্মাণ কাজে অনিয়মের কারণে বিভিন্ন অংশে কার্পেটিং করলেও ওঠে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে। তাই স্থানীয়রা এ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনটি করে। এতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি করেন তারা। এসব বিষয়ে জানতে ঠিকাদার মোহাম্মদ ইলিয়াছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close