ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ
‘বন্ধুকে’ হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কর্মচারি বোরহান উদ্দিন বাহার হত্যা মামলায় তার ‘বন্ধু’ দেলোয়ার হোসেনকে (৪৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা দেন।
হত্যার শিখার বোরহান উদ্দিন বাহারের বাড়ি ছিল চাঁদপুরেরর কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি সার কারখানায় পিয়ন পদে চাকরির পাশাপাশি চাঁদপুরের উপজেলার কাদলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুবারের ইউপি সদস্য ছিলেন। সাজা হওয়া ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) দেলোয়ার হোসেন ঢাকার হাজারীবাগের বাসিন্দা। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাকে ইতিমধ্যেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি আশুগঞ্জের এএফসিসিএলের কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহারের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ ফারুক অজ্ঞাতনামা আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন।
"