ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২৪

ঘোড়াঘাটে তিন-চার মাস ধরে মিলছে না ডায়াবেটিসের ওষুধ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের এনসিডি কর্নারে প্রায় ৪ মাস ধরে ডায়াবেটিসের ওষুধ বিতরণ বন্ধ রয়েছে বলে জানা গেছে। ফলে বারবার এসে ওষুধ না পাওয়ায় হতাশ হয়ে রোগীরা এখন আর আগের মতো আসছেন না।

স্বাস্থ্য কমপে¬ক্স সুত্রে জানা গেছে, প্রায় ৪ মাস মাস ধরে ওষুধ সরবরাহ ও বিতরণ করা না থাকায় রোগী আসা কমে গেছে। এনসিডি কর্নারে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী আসতেন। সেখানে এখন রোগী আসে ২০ থেকে ৩০ জন। স্বাস্থ্য কমপে¬ক্সের এনসিডি কর্নারে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ তিন ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও ওষুধ না থাকায় দিন দিন এসব রোগীদের ভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এ বিভাগে রোগীর ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতো। কিন্তু বর্তমানে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় ২-৪ জন রোগী ছাড়া তেমন কোনো চাপ দেখা যায়নি।

এনসিডি কর্নারে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, ডায়বেটিসের ওষুধ সরবরাহ না থাকায় উচ্চ রক্তচাপ সহ দুই একটি রোগের ওষুধ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান জানান, চলতি বছরের জুন মাসে সরকারের নন কমিউনিকেবল ডিজিজ এর আওতায় প্রোগ্রামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরবর্তী অপারেশন পরিকল্পনায় অনুমোদিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ বিষয় দুইবার চাহিদাপত্র দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close