রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
সৌন্দর্যপিপাসুদের আগ্রহের কেন্দ্রে বুড়িরহাট ক্রসবাঁধ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর বুড়িরহাট অংশে নির্মিত স্পারবাঁধটি সৌন্দর্য পিপুসুদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। নদীর এ দৃশ্য উপভোগ করার জন্য দর্শনার্থীদের পদচারনায় মুখরিত গোটা এলাকা।
জানা গেছে, উপজেলায় স্বিকৃত কোন দর্শনীয় স্থান নেই। কর্ম ব্যস্ত জীবনে একটু সুযোগ পেলেই অনেকে পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পরেন একটু মানষিক প্রশান্তির আশায়। বছরের বিশেষ বিশেষ দিন গুলোতে নিরিবিলি পরিবেশে আনন্দ ভ্রমন কিংবা প্রিয়জনদের নিয়ে একান্তে কিছু সময় কাটানোর জন্য এই উপজেলার ভ্রমন পিপাসু লোকজন পার্শ¦বর্ত্তী জেলা কিংবা উপজেলায় অবস্থিত নাম মাত্র পিকনিক স্পট গুলোতে ভীড় করেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলায় অবস্থিত বুড়িরহাট স্পারবাঁধটি কে কেন্দ্র করে নানা বয়সের দর্শনার্থীদের পদচারনায় মুখর এলাকাটি। বিভিন্ন সাধের মুখরোচক খাবারের দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা বেচাকেনাও সন্তোষজনক বলে বলেছেন তারা। বিনোদন প্রেমীদের অন্যরকম আগ্রহ লক্ষ্য করা গেছে। মূল ভূখন্ড থেকে নদীর ভিতরে প্রায় ৩০০-৩৫০ মিটার বাঁধটিতে উপস্থিত হয়ে ঠান্ডা বাতাস, কলকল রবে বয়ে যাওয়া ¯্রােতে কচুরি পানার ভেসে যাওয়া দৃশ্য মনমুগ্ধকর। প্রকৃতির সান্নিধ্য পেতে সারাদিন এই এলাকায় দর্শনার্থীর ভিড় থাকলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তা বেড়ে যায় কয়েক গুন।
স্বপরিবারে বেড়াতে আসা রাজাহাট বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম শাহীন বলেন, মাঝে মাঝে এখানে ঘুরতে আশি খুব ভাল লাগে। এখান থেকে দুরে চরের বসত বাড়ি গুলোকে জীবন্ত ছবির মতে মনে হয়।
স্থানিয় বাসিন্দারা জানান, প্রকৃতি সান্নিধ্য পেতে পাশের জেলা কিংবা উপজেলা থেকে প্রকৃতি প্রেমীরা স্ব-পরিবারে অথবা বন্ধুদের নিয়ে ছুটে আসেন এই ক্রসবাঁধ এলাকায়। অনেকে আবার নৌকায় চড়ে ঘুরে বেড়ান মনের আনন্দে। প্রতিদিন বিনোদন প্রেমীদের আনাগোনা থাকলেও সাপ্তাহিক ছুটির দিন বুড়ির হাট স্পাবাঁধ এলাকা লোকে লোকারণ্য। বর্তমানে নদীর পনি বৃদ্ধি পাওয়ায় দর্শনার্থীদের কোলাহলে মুখরিত স্পাবাঁধ এলাকা।
উপজেলার চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মানিক মিয়া জানান, বুড়িরহাট স্পারবাঁধটি একটি আকর্ষনীয় স্থান। এখানে বেড়াতে আসলেই নদীর প্রকৃত রুপ, সৌন্দর্য অনুভব করা যায়। এ উপজেলায় দর্শনীয় স্থান নেই বললেই চলে। প্রশাসনের পক্ষ থেকে স্পারবাঁধটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে এই উপজেলার মানুষ পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দঘন সময় কাটাতে পারবেন।
"