লালমনিরহাট প্রতিনিধি
৪৮ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ১
লালমনিরহাট ৪৮ ভরি স্বর্নসহ শহিদুল ইসলাম (৫৫) নামে স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট বিজিবি দরবার হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী।
বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গঙ্গারহাট ক্যাম্পের সদস্যরা ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিস সীমান্তের ৯৩৭ নম্বর মূল সীমানা পিলারের নিকটে সন্দেহভাজন শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৪৮ ভরি। জব্দ স্বর্ণগুলো ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। পরে কুড়িগ্রাম থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার শহিদুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে।
"