ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২৪

নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান (২৪) এর রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহদের পরিবারের দাবি তাকে হত্যা করেছে কেউ।

গতকাল মঙ্গলবার ভোরে নিজ কর্মস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমান মিয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে।

জানা গেছে, উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া উচ্চ বিদ্যালয়ে মো. আরমান মিয়া ২০২১ সালের ৮ ডিসেম্বর নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সুনামের সঙ্গে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতেও স্কুল ক্যাম্পাসে তিনি কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৭টার দিকে স্কুলের ভেতর থেকে গোঙ্গানির শব্দ শোনে জানালার ফাঁক দিয়ে দেখতে পান নৈশপ্রহরী আরমান রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে উপুড় হয়ে পড়ে আছে। পরে আরমানের বাড়িতে খবর দিলে চাচি ফাতেমা খাতুনসহ পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা বলেন, ‘আমার সব শেষ আমি কেমনে কী করব কেমনে চলবে আমার পরিবার। আমার বুকের ধন কে যারা কেরে নিছে আমি তাদের ফাঁসি চাই।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close