সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বাজার
বৃষ্টিতে বাড়ছে সবজির দাম
সিরাজগঞ্জে কয়েকদিন ভারি বর্ষণের কারণে সিরাজগঞ্জের বাজার গুলোতে সবজির দাম আবারও চড়া। জেলা শহরের নাসিম পৌর কাচা বাজার, শহরে বড় বাজার, মাছিমপুর বউ বাজার, স্টেশন বাজার, কাঠের পুল বাজার সহ বিভিন্ন বাজারে সবজির দাম বাড়ার কারণে প্রতিনিয়তই বাজারে হিমশিম খেতে হয় সাধারণ মানুষদের। বৃষ্টিতে সবজির বাজার চড়া বলে অভিযোগ বিক্রেতাদের।
সরেজমিনে দেখা গেছে, সবজির বাজারে দীর্ঘ দিন ধরে চলছে এই অস্থিরতা। তবে এক এক বাজারে এক এক দাম লক্ষ্য করা যায়। বাজারে প্রায় সব ধরণের সবজি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে গতকাল মঙ্গলবার প্রতি কেজি আলু ৫৫-৬০, কাচা মরিচ ২০০-২১০ টাকা, বেগুন ৮০-৮৫ টাকা, টমেটো ২০০, পেয়াজ ১১০-১১৫ম ঢেরশ ৫০-৫৫, কাচা পেপে ২০-২৫, রসুন ২৪০-২৫০, পোটল ৫০-৫৫ টাকা।
দাম বাড়ার কারণ কাঠেরপুল বাজারের দোকানি আলতাফ হোসেন জানান, বৃষ্টির কারণে সবজি সরবরাহ কমে গেছে তাই দাম বেশি।
সিরাজগঞ্জ নাসিম পৌর কাচা বাজারের আড়তদার হানিফ মন্ডল বলেন, জেলায় অধিকাংশ সবজি সহ কাচামাল উৎপাদন হয় চরাঞ্চলে। বৃষ্টির কারণে উৎপাদন ব্যহত এবং বহন খরচ বেশি থাকার কারণেই উল্লেখিত কাচামালের দাম বেশি। বৌ বাজারের দোকানি শাহিন জানায়, গত কয়েকদিনের ভারি বর্ষনের কারণে শহরের অলিতে গলিতে খানা খন্দে পানি জমে গেছে। তাই সুযোগ বুঝে রিক্সা, ভ্যান সহ অন্যান্য পরিবহন ভাড়া বেড়ে গেছে। তাই দ্রব্য মূল্যের দামও আজ বৃদ্ধি পেয়েছে।
"