নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২৪

চিরকুট লিখে নবদম্পত্তির আত্মহত্যা

‘আমাদের এক সাথে মাটি দিয়েন’

‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সকলের কাছে অনুরোধ, আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন।’ চিরকূটে এসব কথা লিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আত্মহত্যা করেছেন এক নবদম্পত্তি। পুলিশ মরদেহ উদ্ধারের পর গৃহবধূর চুলের বেনীতে ওই চিরকুট পায়।

গত সোমবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বিষাক্ত দ্রব্যের বোতল।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)। শফিকুল পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক মাস আগে পরিবারের অজান্তে তারা বিয়ে করেন। স্ত্রী রুমি তার বড় ভাইয়ের শ্যালিকা ছিলেন। তবে তাদের বিয়ে উভয়ের পরিবারের কেউই এ বিয়ে মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণে মানসিক অবসাদ থেকে তারা আত্মহত্যা করেন।

শফিকুলের বড় ভাই মৃত্যু তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শফিকুল একমাস আগে আমার শ্যালিকাকে সবার অমতে বিয়ে করেছিল।’

মরদেহ উদ্ধারে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া বলেন, ‘নিহত দুজনে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘ধারণা করা হচ্ছে নবদম্পতি বিষাক্ত দ্রব্য খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close