রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৪

রাউজান

ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট পার হয়ে শিক্ষার্থীদের চলাচল

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ও মানুষ ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করছে। প্রায় এক দশক আগে ধসে যাওয়া একটি সেতু ও অপর একটি কালভার্ট পার হয়ে তারা প্রতিদিন আসা যাওয়া করতে গিয়ে অনেকেই পা পিঁছলে পড়ে আহত হয় বলে জানায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই পথে এই বিদ্যালয়ে আসা যাওয়া করে। চলাচল করে প্রতিদিন শত শত মানুষ। বেশি ভাগ শিক্ষার্থী এ বিদ্যালয়ে আসে পশ্চিম নোয়াপাড়া ও পটিয়াপাড়া গ্রাম থেকে। জানা গেছে, এই রাস্তায় একটি ছোট সেতু ও একটি কালভার্ট প্রায় এক দশক থেকে ভেঙ্গে পড়ে আছে। ধসে পড়ে থাকা ওই সেতু ও কালভার্ট পাড় হয়ে আসতে বিভিন্ন সময় শিক্ষার্থী ও শিশুরা নিচে পড়ে গিয়ে আহত হয়।

পশ্চিম নোয়াপাড়া গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক নয়ন চৌধুরী জানান, তাদের গ্রামের বেশির ভাগ ছাত্রী পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করে। তারা বজ্জ্যাখালী খাল পাড় হয়ে থাকা সরকারপাড়া-পটিয়াপাড়া রাস্তা দিয়ে ওই বিদ্যালয়ে যেতে হয়। এই পথে এক দশক থেকে ভেঙ্গে পড়ে থাকা দুটি সেতু ও কালভাট পাড় হতে গিয়ে অনেকে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়।

ওই পথে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বর্ষা ভট্টচার্য্য বলেন, বিদ্যালয়ে যাওয়ার শুরু থেকে ভাঙ্গা সেতু কালভার্ট দিয়ে আসা ও যাওয়া করছি। অনেক সময় পার হতে হয়ে গিয়ে আঘাত পেতে হয়েছে। এতোদিন হলো বিধ্বসস্ত দুটি সেতু ও কালভার্টের ওপর নজর পড়েনি জনপ্রতিনিধিদের।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাছির উদ্দিন জানান, ওই পথে শিক্ষার্থীদের পাড়াপাড়ের জন্য বিভিন্ন সময় অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু সেগুলো পথচারীর চাপে ভেঙ্গে যায় অল্প সময়ে। এ কারণে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার দুর্যোগ অবস্থায় থাকা যোগাযোগ অবকাঠামোর তালিকা নিয়ে কাজ করা হয়। ইতিপূর্বে আলোচিত রাস্তার ঝুঁকিপূর্ণ সেতু কালভার্টের বিষয়ে কোনো জনপ্রতিনিধি

তাদের দপ্তরে যায়নি। তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে দেখবেন বলে আশ্বস্ত

করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close