সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় ৭০২টি ইয়াবাসহ গ্রেপ্তার ২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭০২টি ইয়াবা ট্যাবলেট ও বিক্রয়ের টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলার কামতা এলাকার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাবিবুর রহমান (৩০) এবং রাশিদুল ইসলাম (৩০)। এসময় তাদের কাছ থেকে ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. বশির আহম্মেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়ার গোলড়া–মানিকগঞ্জ হাইওয়ে রোডের উত্তর পাশের হাটটেক অটো মোবাইল গ্যারেজের সামনে থেকে একটি প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভিতরে থাকা চালকসহ দুই ব্যক্তিকে তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০২টি ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার এবং সিলভার কালারের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছিল।
"