ঝিনাইদহ প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৪

ঝিনাইদহের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ গত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close