ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ভেড়ামারায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শোভা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বোনজামাই মতিয়ার রহমান। সে কুচিয়ামোড়া বিজিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শোভা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা মৃত ইয়াদ আলীর মেয়ে।
তার বোনজামাই মতিয়ার রহমান জানান, চার-চার দিন ধরে সে অসুস্থ। দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। তখনই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার ভোর ৪টায় সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ভেড়ামারায় এটাই ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর প্রথম মৃত্যু। ১০ দিনে এখানে ২৪টির মতো ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
"