সংক্ষিপ্ত সংবাদ
সম্মেলন
পটুয়াখালী প্রতিনিধি
বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট (এসডিএ) এবং দাতা সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন এর অর্থায়নে পটুয়াখালী সদর ও গলাচিপা উপজেলার ১৪টি ইউনিয়নে ৫ বছরের শিশুদের নিয়ে ওয়াশ পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিয়ে রাইট-টু-প্রকল্পের স্থানীয় উদ্যোক্তা এবং সরকারি প্রতিনিধিদের সম্মেলন হয়েছে। গতকাল সোমবার দুপুরে সোসাইটি ডেভেলপমেন্ট (এসডিএ) এর আয়োজনে প্রশিক্ষেণ কেন্দ্রে স্থানীয় উদ্যোক্তা এবং সরকারি প্রতিনিধিদের সম্মেলন প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি। প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিনের সঞ্চালনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট (এসডিএ) এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রমুখ।
র্যালি
গাইবান্ধা প্রতিনিধি
জাতিসংঘে ৭৯তম সাধারণ পরিষদে যোগদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সম্মান বয়ে আনায় গাইবান্ধায় একটি আনন্দ র্যালি বের করা হয়। গতকাল সোমবার দুপুরে র্যালিটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ উন্নয়ন পার্টি (বিইউপি) জেলা শাখা এই র্যালি সমাবেশের আয়োজন করে। বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি এমতিয়াজ এস মুক্তা মন্ডল, প্রমুখ।
সমন্বয় সভা
কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সমন্বয় সভা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ এম এ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম হেলাল, প্রমুখ।
লিফলেট বিতরণ
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গু রোগ বিস্তার প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের নেতৃত্বে পৌর এলাকার কলেজ গেট, হাসপাতাল মোড়, রেল স্টেশনে এসব বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আহম্মেদ, মোবাশে^র হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া-ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্যদের হাতে-কলমে প্রকল্প প্রস্তাবনা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার চকরিয়া উপজেলার মেদাককচ্ছপিয়া জাতীয় উদ্যান সিএমসি অফিসে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। ইউএসএআইডি এর ইকোলাইফ কার্যক্রম নেকম’র সহযোগিতায়, সাইট কর্মকর্তা সিরাজুম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও হাতে-কলমে প্রশিক্ষণ দেন নেকম উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান। আরো বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, নেকম গর্ভানেন্স ম্যানেজার আফরোজা খাতুন, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, প্রমুখ।
"