শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর
সিলিন্ডার বোঝাই ট্রাকে বিস্ফোরণ সড়কে নারীসহ আহত ৪
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার ভার্তি একটি ট্রাকে বিস্ফোরণে তিন নারীসহ চারজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজারের উত্তরে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মিফতার উদ্দিনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
জানা গেছে, উপজেলার রাজাবাড়ি বাজারের পাশে রাজাবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের টুল বক্স মেরামত করছল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজন নারীসহ চারজন গুরুতর আহত হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার রাজাবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা আক্তার ( ৪৫), শামসুল হকের স্ত্রী হালিমা আক্তার (৪০), হাবিবের স্ত্রী রিতা আক্তার (২০) এবং গাজীপুর উত্তর ছায়াবীথি এলাকার শামসুদ্দিনের ছেলে আহমেদ মিফতাহ উদ্দিন আহমেদ (৩৫)।
শ্রীপুর থানা ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ট্রাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
"