রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
এক মাস পর দেশের মাটিতে শায়িত ইমরান
প্রবাসে মৃত্যু প্রায় এক মাস পর মো. ইবনে ইসতিয়াক হাসানের মরদেহ নরসিংদীর রায়পুরায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ইদ্রিস মিয়ার ছেলে।
গত শনিবার তার নিজ গ্রামের রামনগর বড় মসজিদ মাঠ প্রাঙ্গণে সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, ইমরান ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে জীবিকার তাগিদে রায়পুরা বাজারে ফার্মেসী চালাতেন। ইবনে ইসতিয়াক হাসান ইমরান হাজারো স্বপ্ন পূরণ ও অসহায় গরীব দুঃখের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে লিবিয়ার ভূমধ্যসাগর দিয়ে ইতালি উদ্দেশ্যে রওনা হয়। গত ১৮ জুন তার মৃত্যুর খবর জানান লিবিয়ায় অবস্থানরত দালাল রাজিব মিয়া। দীর্ঘ প্রায় তিন মাস পর ইতালি থেকে তার মরদেহ বাংলাদেশের ফেরত আনে। গত শনিবার তার নানার বাড়ি মেথিকান্দা দারুল ইকরা মডেল মাদরাসা মাঠ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাযা তার নিজ গ্রামের রামনগর বড় মসজিদ মাঠ প্রাঙ্গণে সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করেন।
"