শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগরে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের হরিতলা পূজামণ্ডপ থেকে প্রায় ২০০ গজ দূরে ময়লার ঝোপ থেকে গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুনের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. মুজফিক এর নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৫০টি শর্টগানের গুলি ও ৪ রাউন্ড ৭ দশমিক ৬২ এমএম চাইনিজ গুলি উদ্ধার করা হয়। গোলাবারুদগুলোর প্রকৃত মালিক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখছে।

উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন বলেন, উদ্ধার ৫৪ রাউন্ড গোলাবারুদ বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের নিয়ে যায়। পরবর্তীকার্যক্রম শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাটি বর্তমানে নিরাপদ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close