আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মাদক কারবারিদের উচ্ছেদ চেয়ে ইউএনওর কাছে অভিযোগ

কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এর উচ্ছেদ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দারা। গতকাল রবিবার সকালে এই অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দার উদ্যোগে মাদকের বিরুদ্ধে সূধী সমাবেশ ও গণস্বাক্ষর করে ওই ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা ঘোষণা করেন। মাদকমুক্ত ঘোষণা করার পর থেকে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিমা বেগম সুটকি, শিবলু হোসেন, সোহাগ হোসেন, রেহেনাসহ ১৯ জন কোনো কিছুই তোয়াক্কা না করে নির্বিঘ্নে মাদক বেচা-কেনা করছে। এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদান করছেন। মাদক কারবারিদের উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা কামনা করেছেন।

ওই এলাকার বাসিন্দা মামুনুর রশীদ মামুন অভিযোগ দেওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এর প্রতিকার চেয়ে বাসিন্দাদের নিয়ে গন স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, গনস্বাক্ষরিত একটি আবেদন পেয়েছি। মাদক কারবারিদের কোন ছাড় দেওয়া হবেনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close