নাটোর প্রতিনিধি
নাটোরে শিশু ধর্ষণচেষ্টা কিশোরকে ১০ বছরের আটকাদেশ
নাটোরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহমানের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলা সুত্রে জানান, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি সদর উপজেলার লক্ষ্মীপুরে একটি মুদিখানা দোকানে বসিয়ে রেখে নামাজ পড়তে যায় শিশুর দাদা ও চাচা। এ সময় শিশুটিকে দোকানে একা বসে থাকতে দেখে স্থানীয় দুই বখাটে কিশোর তাকে ডেকে দোকানের পিছনে একটি বাগানে নিয়ে যায়। পরে ওইখানে শিশুটিকে ধর্ষন চেষ্টা করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়। নামাজ শেষে তারা ফিরে শিশুকে দোকানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার স্বজনরা। এক পর্যায়ে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
"