বেতাগী (বরগুনা) প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার জন্মদিন উদযাপনের পর

বরগুনায় যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্থাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ভিডিও ছড়িয়ে দেওয়ার পর বরগুনা জেলার যুবলীগ নেতা মাহামুদুল আজাদ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দুধপট্টিতে একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় রিপনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, শনিবার রাতে শহরের ফার্মেসি পট্টি আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিওটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামক একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

ভিডিওতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা কেক কেটে নিজেদের মধ্যে খাওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর দুধ পট্টির ওই চায়ের দোকানে গেলে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত ওসি দেওয়ান জগলুল হাসান প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গ্রেপ্তার রিপন বরগুনা থানার মামলার পুরাতন আসামি। আজ (গতকাল) রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close