চাঁদপুর প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে

চাঁদপুর জেলা প্রশাসক

বাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। গতকাল রবিবার দুপুরে জেলা শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি এসব কথা বলেন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’।

জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘বাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের অধিকার নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব তেমনি বাসায় শিশুদের অধিকার নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব। অনেক সময় বাসায় বাবা-মা নিজেরা শিশুদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেন বা ক্ষুব্ধ ভাষায় কথা বলেন। এতে করে শিশুদের মন-মানসিকতা নষ্ট হয়ে যায়। তারা তাই শিখে যা আপনাদের করতে দেখে।’

জেলা শিশু কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত, নাফসিন জাহান নিদু, জান্নাতুল মাঈশার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close