চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

‘১৫ বছরে দেশে যে পরিমাণ খুন-গুম হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল’

চৌদ্দগ্রামে ডা. তাহের

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে দেশে যে পরিমাণ খুন ও গুম হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে সীরাতুন্নবী (সাঃ) শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে স্থানীয় নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

সাবেক এমপি ডা. তাহের বলেছেন, ‘গত ১৫ বছরে দেশে যে পরিমাণ খুন ও গুম হয়েছে পৃথিবীর ইতিহাসে এটা বিরল হয়ে থাকবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনিকে লেলিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। ফলে একটি নিরপেক্ষ অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। রাষ্ট্র সংস্কারে এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, যেন তারা অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারে।’

ডা. তাহের আক্ষেপ করে বলেন, ‘আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো ওপর হামলা, নির্যাতন ও ভাঙচুরের কোনো নির্দেশ দিইনি। আমি চাই, চৌদ্দগ্রামের মাটিতে আর এক ফোটা রক্তও ঝরতে দেওয়া হবে না। এখানকার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের সব নেতাকর্মীই আমার কাছে সমান অধিকার পাবেন।’

সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদ্রাসার হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর ট মু. শাহজাহান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close