মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পড়ল সাড়ে ৭ কেজির বোয়াল
মানিকগঞ্জের হরিরামপুরের সৌখিন মৎস শিকারী মো. ওমর ফারুকের বরশিতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
গতকাল শনিবার ভোরে পদ্মানদীর ফরিদপুরের সিএমবি ঘাট এলাকায় এই মাছটি ধরা পড়ে। মৎস শিকারী ওমর ফারুকের বাড়ি হরিরামপুরের গালা ইউনিয়নের সাখিনী এলাকায়। তিনি স্থানীয় ঝিটকা বাজারে ব্যবসা করেন।
ওমর ফারুক জানান, মাছ শিকার করা তার খুব শখ। এ জন্য ব্যবসার ফাঁকে সুযোগ পেলেই বরশি নিয়ে মাছ ধরতে পদ্মানদীতে যান তিনি। ব্যবসার কাজ শেষে শুক্রবার রাতে হরিরামপুর থেকে ফরিদপুরের সিএমবি ঘাট পর্যন্ত পদ্মানদীতে বরশি ফেলেন। কিন্তু সাড়া রাত বরশি পেতে অপেক্ষা করতে থাকেন মাছের জন্য। এরপর শনিবার ভোরে বরশিতে অনেক জোরে টান লাগে। তখন বরশি টেনে ওঠিয়ে দেখেন বড় একটা বোলায় মাছ ধরা পড়েছে। বোয়ালটি অনেকে বিক্রি করার কথা বলেছিল। কিন্তু তিনি বিক্রি করেননি। কারন জীবনে এতো বড় বোয়াল আর ধরতে পারবের কি না জানেন না। তাই পরিবারের সবাইকে নিয়ে মাছটি খাবেন।
হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম জানান, ভরা মৌসুমে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছের সংখ্যা কম আছে। তবে অধিকাংশ নদী ও খালবিলে বড় আকৃতির বাগাড়, বোয়াল, রুই-কাতলসহ বিভিন্ন জাতের সুস্বাদু মাছ জেলে ও সৌখিন মৎস শিকারীতের জাল বা বরশিতে ধরা পড়ছে।
"