বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
দাদির জিয়াফত নিয়ে ব্যস্ত সবাই পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
পাবনা সাঁথিয়ায় পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) মো. ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পের্কে তার মামাতো ফুপাত ভাই বোন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলাম এর মেয়ে ও মো. ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুল এর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুলের মা মারা গেছেন ওইদিন মৃত্যু ইনামুল হক তার মা-বাবার সঙ্গে তার নানিকে দেখতে গিয়ে আর বাড়ি যায়নি। গতকাল শনিবার হাফিজুলের মায়ের জিয়ারত খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। এদিকে হাফিজুলের মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগে¦শরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই ডুবে যায়।
করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচি এ তথ্য নিশ্চিত করেন।
"