কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোনা

কেন্দুয়ায় আগুনে পুড়ল ১২ দোকানসহ ২ বসতঘর

ইউএনও, ওসি, পিআইওর পরিদর্শন * জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা

নেত্রকোনার কেন্দুয়ায় আগুনে ১০টি দোকান ও ২টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি মিজানুর রহমান ও পিআইও আজিজুর রহমান ক্ষতি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের প্রচীনতম বেখৈরহাটী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার মতো বাড়িতে ঘুমিয়ে পড়েন। ওইদিকে রাতে আগুন লাগার মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাজনের ব্যবসায়ী গোডাউনসহ ১২টি দোকান ঘর ও দোকান সংলগ্ন ২টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শনিবার দুপুরে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি মিজানুর রহমান ও পিআইও আজিজুর রহমান ক্ষতি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন। 

কেন্দুয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. এমদাদুল ইসলাম ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জের নেতৃত্বে কেন্দুয়া এবং নেত্রকোনা ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া জানান, মিষ্টি ও বিরানীর দোকানের চুলার লাকরি শুকানো থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক তালুকদার জানান, আগুনে ১২টি দোকান এবং দোকান সংলগ্ন দুইটি বাসা পুড়ে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির ধারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close