ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের হামলা
আশুগঞ্জে আ.লীগ নেতা মিজান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ বাজার থেকে তাকে আটক করে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসাইন জানান, আটক মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে।
এর আগে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এর নেতৃত্ব দেন মিজান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন