সংক্ষিপ্ত সংবাদ
শিক্ষক সম্মেলন
জয়পুরহাট প্রতিনিধি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাফয আদায়ের লক্ষে-বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন হয়েছে। গতকাল শনিবার জেলা আব্বাস আলী খান মিলনায়তনে শিক্ষক সম্মেলন হয়। ওই ফেডারেশনের জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মুহতারাম কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী অধ্যাপক এবিএম ফজলুল করিমসহ অনেকে।
ফ্রি মেডিকেল ক্যাম্প
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেংগুড়ায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি ৩১ ব্যাটিলিয়ান-এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার সকালে কলমাকান্দার লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোনা ব্যাটালিয়ান -(৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এই সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
কর্মশালা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রসক্লাবে অ্যাডভান্স মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এই কর্মশালা হয়। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন। জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল -এর প্রেসিডেন্ট ও সহযোগী অধ্যাপক জামিল খান, সেক্রেটারী জেনারেল ও সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিন ও জেসিআইয়ের ভাইস কোমডেন্ট লিপি ঘোষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বিভিন্ন গণম্যাধমের সাংবাদিক অংশগ্রহণ করেন।
বৃত্তি প্রদান
কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়া উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এর শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের হলকক্ষে এসব বিতরণ করা হয়। উপজেলার হয়বৎ খাঁ গ্রামে অবস্থিত নর্থ লাইন এসোসিয়েটেড লিমিটেডের আওতায় পরিচালিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমান। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের আব্দুর, রাজ্জাক, তোফাজ্জল, প্রমুখ।
কমিটি গঠন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরসভা ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরকৃত এক আদেশে শায়েস্তাগঞ্জ পৌর সভা ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন হয়। এতে পৌরসভা প্রশাসক ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসকে সভাপতি নির্বাচিত করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, প্রমুখ।
গাঁজাসহ গ্রেপ্তার
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেন, সারা বানু (৪০) ও হেলেনা আক্তার (৪০)। মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
"