ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ধনবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের পলিশারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহত আনছার আলীর শ্বশুরবাড়িতে জানতে গেলে কোনো লোকজনকে পাওয়া যায়নি।
জানা গেছে, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যারিআটা গ্রামের আনছার আলী (৫৭) একই উপজেলার পার্শ্ববর্তী বীরতারা ইউনিয়নের পালিশারপাড় গ্রামের কাবেল উদ্দিনের মেয়ে ইউপি সদস্য লাভলী বেগমের মধ্যে প্রায় ২৪ বছর আগে বিয়ে হয়। তাদের সংসার জীবনে তিনটি ছেলে আছে। কয়েক বছর আগে থেকেই তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।
আনছার আলীর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে ঝগড়ার পর স্ত্রীকে খুঁজতে শ্বশুরবাড়ি যান আনছার আলী। শনিবার সকালে লাভলী বেগম ফোনে স্বামীর মৃত্যুর কথা জানায়।
আনছার আলীর বড় ছেলে অন্তর মিয়া বলে, ‘আমার বাবাকে কে বা কারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে জানি না। বাবার দু-পা কাপড়ে বাঁধা ছিল, সেটা আমার মায়ের ব্যবহারের কাপড়।’
ধনবাড়ী থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত আনসার আলীর স্ত্রী ও তার সন্তানদের থানায় হেফাজতে আনা হয়েছে।
"