রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১৫ আহত, আটক ৩
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুসহ সতজন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করে সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলেসহ তার লোকজন। বিষয়টি জানা জানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পরে।
এদিকে খবর সংবাদ পেয়ে রাজবাড়ী জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. এনামুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে খোন্দকার মশিউল আলম চুন্নু (৫৫) সহ তিনজন বিএনপির কর্মীকে আটক করে যৌথবাহিনী।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, সংঘর্ষের পর পরবর্তী আইনী কার্যক্রম চলছে।
"