আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে ছয় দিনে ৮ গরু চুরি গ্রেপ্তার ২
জয়পুরহাটের আক্কেলপুরের দুটি স্থান থেকে গত ছয় দিনে ৮টি গরু চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো চুরি যাওয়া গরু উদ্ধার হয়নি। হটাৎ এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন পশুর খামারিরা।
জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী শেখপাড়ায় বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে হেলাল উদ্দীন মন্ডল তিনটি ও সুলতান হেসেনের দুটি গরু চুরি যায়। পরে গত শুক্রবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়ার মৎস্য চাষী জুয়েলের বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়ে ঘটেছে। এ সব গরুর বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
এদিক গরু চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে আক্কেলপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের প্রশান্ত রবিদাস (৩২) ও একই ইউনিয়নের বারইল গ্রামের মোসলেম উদ্দীন মনির (৪৬)।
আক্কেলপুর থানার ভারপ্রাক্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘আক্কেলপুরে গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্তা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।’
"