মেহেদী হাসান মাছুম, কালকিনি
কুমারবাড়ী খালে পুনরুদ্ধারে অভিযান শুরু প্রশাসনের
খবর প্রকাশের পর
মাদারীপুরের কালকিনি উপজেলার কুমারবাড়ি খাল পরিস্কার ও পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে প্রশাসন। খাল পরিস্কার হলে এলাকাবাসী দুর্গন্ধ ও মশার উপদ্রপ থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযানের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে কুমারবাড়ি খাল দখল-দূষণের ফলে জনদুর্ভোগ নিয়ে খবর প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার প্রতিদিনের সংবাদ ‘ময়লার ভাগার কুমারবাড়ি খাল, দুর্ভোগে কালকিনি পৌরবাসী’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর খাল পরিস্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেন নবনিযুক্ত পৌর প্রশাসক। কালকিনি পৌরসভার ভেতরের খালগুলোতে আগের মতো পানি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।
পৌরসভার ভেতরে বয়ে চলা ঐতিহ্যবাহী খালটির উপজেলা পরিষদের পেছনের সেতু থেকে পরিষ্কার অভিযান শুরু করা হয়। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মো. হুমায়ূন, পিআইও মোস্তফা কামাল ছাড়াও অন্যরা।
"