সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি
স্থানীয়দের বাধায় সরকারি ২০ বস্তা চাল ফেলে চম্পট
সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয়দের বাঅধায় সড়কের পাশে খাদ্য অধিদপ্তরের চাল বোঝাই দুই ভ্যান ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তায় ১ হাজার কেটি চাল উদ্ধার করে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার আঞ্চলিক সড়কের পাশে দুটি ভ্যান থেকে চাল উদ্ধারের পর জব্দ করা হয়।
নাগগাঁতী গ্রামের হানিফ সেখ সহ অনেকে জানান, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যান দুটির গতিরোধ করেন। পরে ভ্যানচালক চালগুলো রেখে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিক পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল সায়দাবাদণ্ডএনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পড়ে আছে- এমন খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল আছে।
ওসি বলেন, চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলো জব্দতালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
"