সংক্ষিপ্ত সংবাদ
কিশোরের মৃত্যু
শাহজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরো এক কিশোর গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা গেছে।
এ নিয়ে দুজন নিহত হল। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ভ্যানচালক মেরাজ (১৮) নিহত হন। আহত হয় আরো তিনজন। এ সময় গুরুতর আহত উপজেলার পাড়কোলা গ্রামের এরশাদের ছেলে সাগরকে (১৮) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সাগরসহ নিহত দুজনেরই বাড়ি পৌর এলাকার পাড়কোলা গ্রামে।
পরিচিতি সভা
নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সচেতন নাগরিক সমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠনের পরিচিতি সভা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ কক্ষে এ সভা হয়। সংগঠনের প্রতিপাদ্য ‘দল যার যার দেশ সবার’। নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসংগতি, মাদক ও দুর্নীতি বিরোধী কার্যক্রম, মানবিক দায়িত্ববোধ, দুর্যোগকালীন ও দরিদ্রতা দূরীকরণে কাজ করবে সংগঠনটি। বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্যসচিব মো. জাকির হোসেন। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন সংঠনের উপদেষ্টা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার কর্মী বি এইচ সাইফুর।
ত্রাণসামগ্রী বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া, সাজিয়াড়া ও মির্জাপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন। গতকাল শুক্রবার সকালে ওই সব এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল বৈরাগী, মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দারসহ ইউপি সদস্যরা।
খাদ্যসামগ্রী বিতরণ
সোনাতলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাল, ডাল ও আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোনাতলার গড়ফতেপুর বারামখানায় এসব তুলে দেন গবেষক ড. আজাদুর রহমানের সহধর্মিনী কবি উম্মে সালমা লিনা ও বিআরআইসিএমণ্ডএর মহাপরিচালক ড. আজাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, আব্দুল ওয়াদুদ, সাংবাদিক শামীম হোসেন রতন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজসহ অন্যরা।
প্রতিবাদে বিক্ষোভ
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গত বুধবার বিকালে মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চবিদ্যালয় থেকে বেরিয়ে কলেজমোড়ে ঘুরে বাসস্ট্যান্ডের চারমাথায় সমাবেশ করে। এতে বক্তব্য দেন ইসমাইল হোসেন, আকরাম হোসেন, শাহেদ ইসলামসহ অনেকে। তারা সমন্বয়ক পরিচয় দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ তুলে ধরেন। এর আগে বিভিন্ন অপকর্মের অভিযোগে আহসানউল্লাহ তামীম, নাসিরুল ইসলাম নীরব ও বাঈজীদ বোস্তামিকে বহিস্কার করেন সমন্বয়কদের একটি পক্ষ।
"