বেলাব (নরসিংদী) প্রতিনিধি
বেলাবোর পোড়াদিয়া বাজার
সড়ক বন্ধ করে পশুর হাট চলাচলে ভোগান্তি ২ দশক
নরসিংদীর বেলাবো উপজেলার পোড়াদিয়া বাজারের রাস্তা বন্ধ করে প্রায় ২০ বছর ধরে পশুর বেচাকেনা হয়। সড়কের ওপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরুর হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে তেমনি দুর্ভোগ বাড়ছে আভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
দীর্ঘ দিন ধরে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেনো অবসান হচ্ছে না সেটি জানেন না কেউ। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ।অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় এটি এখন সাপ্তাহিক গরুর বাজারেও পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পোড়াদিয়া বাজারে সাপ্তাহিক বৃহস্পতিবার বসে উক্ত গরুর হাট। আর সে দিন গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার। হাটবারে ব্যস্ততম এ সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দুইপাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় তীব্র যানজটন ও এক দুষিত পরিবেশ।
উপজেলা আমলাব ইউনিয়নের উজিলাব গ্রামের গাড়ি চালক হারুন মিয়া বলেন, হাটরে দিন ২ মিনিটের রাস্তা ঘন্টর পর ঘন্টা সময় লাগে পার হতে। আমরা যারজটের সমাধান চাই।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
ইজারাদার মো. মাহমুদ ফকির বলেন, আমরা ৯৮ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছি সরকারের কাছ থেকে। প্রায় বিশ বছর ধরে রাস্তার ওপরে গরুর হাট বসে আসছে। সেই ধারাবাহিকতায় এখনো চলছে। আমরা গরু বিক্রতাদের নিষেধ করার পরও তারা রাস্তায় বসে। অন্যত্র হাট সরানোর পরিকল্পনা রয়েছে।
পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইফরানুল হক ভূঁইয়া জামান বলেন, বিশাল বাজেটর এ বাজারে জায়গা স্বল্পতার কারণে রাস্তার ওপর বসে। গরু বাজারে অন্যত্র সরানোর পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিম বলেন, আমরা বাজারের ইজারাদার ও চেয়াম্যানকে ডেকে গরুর হাট অন্যত্র সরানোর জন্য বলেছি। আশা করি অতি শীঘ্রই অন্যত্র সরানো সম্ভব হবে। যদি না সরানো হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হব।
"