আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
৩ গরু চুরি প্রতিবেশীকে ধরে থানায় সোপর্দ
জয়পুরহাটের আক্কেলপুরে দেড় ঘণ্টার মধ্যে এক মৎস্যচাষীর তিনটি গরু চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন প্রতিবেশীকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে ধরে এনে থানায় সোপর্দ করেছে এলাবাসী। সেই সঙ্গে গতকাল শুক্রবার করেছে গরু মালিক থানায় একটি চুরির মামলা করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্য চাষী জুয়েলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি পুকুর পাহারা দিতে গিয়েছিলেন।
আটক প্রতিবেশী আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত রবিদাস (৩২)। তার বিরুদ্ধে এর আগে জেলার ক্ষেতলাল থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা, আক্কেলপুর থানায় দুটি চুরি ও ৩টি মাদক মামলা রয়েছে।
চুরি যাওয়া গরু মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজের পুকুরের মাছ পাহারা দিতে বাড়ির দরজা তালা দিয়ে যান জুয়েল। প্রায় দেড় ঘণ্টা পরে ফিরে দেখেন দরজায় তালা নেই। বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে একটি অস্ট্রেলিয়ানসহ দুটি দেশীজাতের বকনা নিয়ে গেছে চোরে। গরু তিনটির মূল্য প্রায় ৪ লাখ টাকা।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, ‘তিনটি গরু ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।
"