বেড়া-সাঁথিয়া ও আমতলী প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সাঁথিয়ায় জমি নিয়ে যুবক, আমতলীতে ব্যবসায়ী খুন

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে সলিম মোল্লা (৪০) নামে একজন প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ হত্যাক- ঘটে।

এদিনে বরগুনার আমতলীতে আবুল কাসেম (২৩) এক এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির পাশে ধানখেতে এ হত্যাকাণ্ড ঘটে।

বেড়া-সাঁথিয়া প্রতিনিধি জানান, হত্যার শিকার সলিম মোল্লা উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে। তাদের সঙ্গে প্রতিবেশী কালাম ও নিজামদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কালাম ও নিজামরা বিবাদমান সীমানার বাঁশ কাটতে যান। এ সময় সলিম মোল্লা বাধা দিলে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে বাঁশ দিয়ে তার ঘাড়ে পেটালে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে কালাম ও নিজামকে আটক করে পুলিশ। সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ তথ্য নিশ্চিত করেন।

আমতলী প্রতিনিধি জানান, হত্যার শিকার ব্যবসায়ীর আবুল কাসেম উপজেলার গুলিশাখালী ইউপির ২ নম্বর ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামের মো. নুর উদ্দিন মোল্লার ছেলে। তিনি কলাগাছিয়া বাজারে বিকাশ, ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। কাসেমের মামাতো ভাই সাইদুল বলেন, ঘটনার দিন কাশেম পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিল।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কাউকে আটক করা যায়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close