গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রহনপুরে রেলের জায়গায় উদ্ধার

ব্যবসায়ীদের তোপের মুখে বন্ধ রেলের উচ্ছেদ অভিযান

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের সংলগ্ন রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুপুরে দেড়টার দিকে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন অভিযানে থাকা কর্মকর্তা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে অভিযান বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার অবৈধ স্থাপনা অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। ভূ-সম্পত্তি কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে রহনপুর রেলস্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। এর আগে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হচ্ছে। বৃহস্পতিবার দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলার লক্ষ্য ছিল, তবে প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের আগে রহনপুর স্টেশন মাস্টারের কার্যালয়ে শিক্ষার্থীসহ ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। এ সময় রেলওয়ের জায়গায় যে ১৬টি বৈধ দোকান আছে সেগুলো ভাঙতে হবে বলে দাবি জানান শিক্ষার্থীরা। পরে ওই দোকানগুলো কাগজপত্র বাতিল করা হয়। তবে অভিযান শুরুর পর দোকান ভাঙর সময় হট্টগোল শুরু হয়।

ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ বলেন, ‘রেলের পার্কিংযের জন্য সেটুকু জায়গা দরকার সেটুকু ভাঙবে। কিন্তু কিছু উশৃঙ্খল শিক্ষার্থী লিজ নেওয়া জায়গায় ভাঙতে কর্মকর্তাদের বাধ্য করে। মাইকিং করে আধা ঘন্টার মধ্যে সরে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীসহ সবাই।’

ব্যবসায়ী সুমন বলেন, ‘আমাদের নোটিশ না দিয়ে উচ্ছেদ করতে এসেছিল। তাই আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি।’

অভিযানের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাকির মুনসি, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close