সিলেট প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ছেলে ও তার স্ত্রীর মারধরে বাবার মৃত্যু, আহত মা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের কিল-ঘুষি ও লাথিতে বাবা কামরান মিয়া (৬০) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরতর আগত অবস্থায় মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এই ঘটনা ঘটেছে। এর পরই অভিযুক্ত সৎ ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রী আলফিনা বেগমকে আটক করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন থেকে বাবা কামরানের সঙ্গে ছেলে রাজুর দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে ও তার স্ত্রী বাবাকে মারধর করে। এ সময় স্বামীকে রক্ষায় এগিয়ে এলে রাজুর মা মারধরের শিকার হন।

গোলপগঞ্জ থানার ওসি বলেন, ঘটনার পরেই পুলিশ রাজু ও তার স্ত্রীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত আরও অনেক তথ্য পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close