reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

শোক সংবাদ

হাসিনা বেগম

চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা হাসিনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার সকালে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসিনা বেগম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামের হংস আলী চৌধুরী বাড়ির মৃত সিরাজ উদ্দিনের (বাবুল) সহধর্মীনি ও হাটহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর মা। মৃত্যুতে তিনি দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বুধবার বাদ আছর হাটহাজারী বড় মাদ্রাসা (দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা) মাঠে হাসিনা বেগমের জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

হাসিনা বেগমের মৃত্যুতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমান, হাটহাজারী প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক সমিতি, শিক্ষক ফোরামসহ বিভিন্ন ক্লাব ও রাজনীতিক শোক প্রকাশ করেছেন।

- হাটহাজারী প্রতিনিধি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close