বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিরামপুর

শীতকালীন সবজি চাষে ব্যস্ততা লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

দিনাজপুরের বিরামপুরে শীতকালীন সবজির আগাম চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। খেতে নতুন শাকসবজি লাগানো ও পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকরা। প্রতিবছর আগাম উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে থাকেন স্থানীয় কৃষকরা। অন্যান্য ফসলের তুলনায় শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ায় আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষি কর্মকর্তার।

উপজেলা কৃষি অফিসের অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ২৯০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, নানা জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। বিভিন্ন এলাকার মাঠজুড়ে চাষ করা হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ, লালশাক, শিম, টমেটো, মুলা, পালংশাকসহ নানা ধরনের সবুজ শাকসবজি।

কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে আগাম জাতের সবজির উৎপাদন ভালো হবে।

উপজেলার শ্রীপুর (দাঁরারপাড়) গ্রামের কৃষক তাইজুল ইসলাম বলেন, ‘২০ শতাংশ জমি বর্গা নিয়ে সবজি চাষ করছি। এ বছর শীতকালীন সবজি উৎপাদন করে উপযুক্ত সময়ের আগেই সবজি বাজারে তুলতে চাই। এজন্য একটু আগেভাগেই চাষ শুরু করেছি।’

শ্রীপুর গ্রামের কৃষক ভুট্টু বলেন, ‘পুঁইশাক, ফুলকপি চাষ করতে জমি প্রস্তুত করেছি। চারাও রোপণ উপযোগী হয়ে উঠেছে। আবহাওয়া ভালো থাকলে নিজেদের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারেও বিক্রি করতে পারব।’

চন্ডিপুর গ্রামের কৃষক রোস্তম শিম খেতে পরিচর্যা করছেন। তিনি বলেন, ‘২৫ শতাংশ জমিতে শিম চাষ করেছি। জমিটি বাড়ির কাছে হওয়ায় পরিবারের নারী সদস্যরা পরিচর্যার কাজে সাহায্য করছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, বিরামপুরের কৃষকরা শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। অনেক কৃষক বেশি লাভের আশায় আগাম সবজির চাষ করেন। তারা শিম, লাউ, চাল কুমড়া, টমেটোসহ শীতকালীন শাকসবজি চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close